বেড়িবাঁধে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
-
-
|

ছবি: বার্তা২৪.কম
গাজীপুরের টঙ্গীর বেড়িবাঁধ এলাকার একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে টঙ্গীর বেড়িবাঁধ ব্রিজ সংলগ্ন এলাকার এননটেক্স গ্রুপের একটি পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে আশুলিয়ার টঙ্গী থানাধীন বেড়িবাঁধ এলাকার প্রত্যশা ব্রিজ সংলগ্ন ওই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের ৫ ইউনিট ও পরে উত্তরা ফায়ার সার্ভিসের ৩ ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে মিরপুর ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো জ্বলছে।
উত্তরা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শফিকুল ইসলাম বলেন, এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।