নওগাঁয় অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং
-
-
|

অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং/ ছবি: বার্তা২৪.কম
‘পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করি, কৈশোরকালীন মাতৃত্ব রোধ করি’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৭-১২ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে নওগাঁয় অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সিভিল সার্জন অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ড. কুস্তরী আমিনা কুইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সহকারী পরিচালক (সিসি) ডা. কামরুল আহসান টিপু, বদলগাছী উপজেলার এমওএমসিএইচএফপি ডা. তাহমিদুর রহমান, নিয়ামতপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সেলিম উদ্দীন প্রমুখ।
সভায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় পরিবার পরিকল্পনা বিভাগের মেডিকেল অফিসার, কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।