মাদারীপুরে বাস ধর্মঘট প্রত্যাহার
-
-
|

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
নতুন সড়ক আইন সংশোধনের দাবিতে চলমান ধর্মঘট প্রত্যাহার করেছে বাস চালক ও শ্রমিকরা।
টানা ১৪ ঘন্টা কর্মসূচি পালনের পর মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে ধর্মঘট প্রত্যহার করে নেয় তারা।
জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, নতুন সড়ক আইনে নিয়ে বিভিন্ন পর্যায় আলোচনা চলছে। আমার তাদের প্রতি শ্রদ্ধা রেখে ও সাধারণ জনগণের কথা চিন্তা করে ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছি।
তিনি বলেন, বুধবার (২০ নভেম্বর) সকাল থেকেই বাস চলাচল করবে।আশা করছি চালক ও শ্রমিকরা যার যার কাজে ফিরে যাবে।
এর আগে ভোর থেকে মাদারীপুরে সব ধরনের বাস চলাচল বন্ধ ছিলো। এতে করে চরম বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা।