বরগুনায় অস্ত্রসহ ১৪ মামলার আসামি গ্রেফতার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বরগুনা
  • |
  • Font increase
  • Font Decrease

গ্রেফতারকৃত ১৪ মামলার আসামি, ছবি: সংগৃহীত

গ্রেফতারকৃত ১৪ মামলার আসামি, ছবি: সংগৃহীত

বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ ১৪ মামলার আসামি মো. কাউছারকে (৪০) গ্রেফতার করেছে র‌্যাব-৮।

রোববার (১৭ নভেম্বর) ভোরে আমতলী পোস্ট অফিস সংলগ্ন এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। কাউছার পোস্ট অফিস রোড এলাকার আজাহার উদ্দিন ছেলে।

বিজ্ঞাপন

পটুয়াখালী র‌্যাব-৮ এর কোম্পানি কমান্ডার রইস উদ্দিন বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড গুলি ও ২০০ পিস ইয়াবাসহ কাউছারকে গ্রেফতার করা হয়। তাকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ইয়াবা

গ্রেফতারকৃত কাউছারের বিরুদ্ধে বরগুনা জেলার আমতলী থানায় অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন