অটোরিকশাযাত্রীর কাছে মিলল সাড়ে ৪ লাখ টাকার ইয়াবা
-
-
|

অটোরিকশাযাত্রী ফুলমিয়া, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
জামালপুরের দেওয়ানগঞ্জে ইয়াবাসহ ফুলমিয়া নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (১৩অক্টোবর) দুপুরে উপজেলার তারাটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
দেওয়ানগঞ্জ থানার ওসি এমএম ময়নুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার তারাটিয়া এলাকায় চেকপোস্ট বসায় পুলিশ। এসময় রাজীবপুর থেকে ছেড়ে আসা বকসিগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। পরে যাত্রীর দেহ তল্লাশি করলে তার কাছে ১ হাজার ৪০০ পিস ইয়াবা পাওয়া যায়।
ওসি জানান, ফুলমিয়ার বিরুদ্ধে মাদকের মামলা দেয়া হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য চার লাখ ২০ হাজার টাকা।