দায়িত্বে অবহেলা, লোহাগড়া থানার ওসি ক্লোজড
-
-
|

ওসি মোকাররম হোসেন, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
দায়িত্বে অবহেলায় নড়াইলের লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে তাকে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে খুলনা রেঞ্জের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন এ আদেশ দেন।
জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রশাসনিক কাজে অবহেলায় লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেনকে প্রত্যাহার করে মেহেরপুর পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।