কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
-
-
|

ছবি: প্রতীকী
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে মুন্সী আমিনুল ইসলাম (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত আমিনুল ইসলাম ওই গ্রামের আয়ুব আলী মুন্সীর ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, সকালে আমিনুল ইসলাম তাদের নির্মাণাধীন বাড়ির ছাদে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি। পরে তাকে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।