বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
-
-
|

দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সাইফুল ইসলাম, ছবি: সংগৃহীত
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী শ্রমিক মারা গেছেন।
শুক্রবার (১ নভেম্বর) সকালে শ্রীপুর-সিএনবি আঞ্চলিক সড়কের দক্ষিণ ভাংনাহাটি নামক স্থানে এ ঘটনা ঘটে।
দুর্ঘটনায় মৃত্যুবরণকারী সাইফুল ইসলাম (৩৫) ময়মনসিংহের পাগলা থানার পাঁচাহার গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে। তিনি স্থানীয় রিয়াজ উদ্দিনের বাড়ীতে ভাড়া থেকে বাঘের বাজার এলাকার গোল্ডেন রিফিট গার্মেন্টসে চাকরি করতেন।
অভিযুক্ত মোটরসাইকেল চালক ফয়সাল (২১) শ্রীপুর পৌর এলাকার ভাংনাহাটি গ্রামের ফজলে করিমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইফুল ইসলাম রোডের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বেপরোয়া গতিতে আসা মোটরসাইকেল আরোহী তার গতি সামলে নিতে না পেরে রাস্তার পাশে ফুটপাতে থাকা সাইফুলের বুকের ওপর উঠিয়ে দেয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তার অবস্থা খারাপ দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় দুপুর আড়াইটায় মারা যান তিনি।
এ বিষয়ে মৃতের ভাই বাদী হয়ে শ্রীপুর মামলা দায়ের করেছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ছুটির দিন থাকায় কাঁচা বাজার করতে গিয়েছিলেন সাইফুল ইসলাম। বাজার শেষে ফেরার পথে ভাংনাহাটি পলিগন কিডস মিলসের সামনে আসামাত্র তার বুকের ওপর মোটরসাইকেল উঠিয়ে দেয় ফয়সাল।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে পরবর্তী আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।