সিরাজগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেফতার
-
-
|

গ্রেফতারকৃত ডাকাতরা। ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (২৮ অক্টোবর) রাতে হাটিকুমরুল এলাকার নবরত্ন মন্দিরের পাশে মহাসড়ক থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে ডাকাতি মামলায় তাদের আদালতে হাজির করা হয়। সেখান থেকে তাদের জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার মালিগাতী গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আনোয়ার হোসেন ওরফে সাগর (৩৮), সলঙ্গা থানার লাঙ্গলমোড়া গ্রামের মোজদার আলীর ছেলে সবুজ (২৭), রায়গঞ্জ উপজেলার রামকৃষ্ণ কোদলা গ্রামের সোনা মণ্ডলের ছেলে আক্তার হোসেন (৪৫) ও বগুড়ার শেরপুর উপজেলার আমিনপুর আশগ্রামের রফিকুল ইসলামের ছেলে রঞ্জু মিয়া (২৬)।
সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ন কবির জানান, হাটিকুমরুল-রংপুর মহাসড়কের ওই এলাকায় কিছু ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। পরে ট্রাক, দেশীয় অস্ত্র, ডাকাতির বেশ কিছু সরঞ্জামসহ তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাকাতদলের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।