লোহাগড়া উপজেলা আ.লীগের সভাপতি আলা উদ্দিন, সাধারণ সম্পাদক মশিয়ুর
-
-
|

সভাপতি মুন্সী আলা উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান। ছবি: সংগৃহীত
নড়াইলের লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। মুন্সী আলা উদ্দিনকে সভাপতি এবং সৈয়দ মশিয়ুর রহমানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় এই কমিটি ঘোষণা করা হয়। লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটির অন্য সদস্যরা হলেন- ফয়জুল হক রোম, ওয়াহিদুজ্জামান বাচ্চু, মতিয়ার রহমান, শেখ সিহানুক রহমান, সাজ্জাদ হোসেন মুন্না, এম আব্দুল্লাহ, নজরুল ইসলাম।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৫ সালে লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।