সলঙ্গায় ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
-
-
|

ট্রাকচাপায় সাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জের সলঙ্গায় ট্রাকচাপায় অজ্ঞাত (৪০) এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মাছের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম পরিচয় পাওয়া যায়নি।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাদিকুল ইসলাম জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে হাটিকুমরুল থেকে বনপাড়াগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে বাইসাইকেল আরোহীকে চাপা দিলে ঘটনাস্থলে সে মারা যায়। মাথা ও মুখ থেতলে যাওয়ায় সনাক্ত করা যায়নি। ট্রাকটি উদ্ধারে অভিযান চলছে। মরদেহ থানা হেফাজতে রাখা হয়েছে।