গাজীপুর থেকে দণ্ডপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেফতার

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, পীরগাছা(রংপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

আটক হওয়া আসামিরা, ছবি: সংগৃহীত

আটক হওয়া আসামিরা, ছবি: সংগৃহীত

রংপুরের পীরগাছা থানা পুলিশ দণ্ডপ্রাপ্ত ৩ পলাতক আসামিকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কান্দি ইউনিয়নের কাবিলাপাড়া গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে আজগর আলী, আনসার আলী ম-লের ছেলে আজিজ ম-ল ও পারুল ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের মাহবুবার রহমানের ছেলে শফিকুল ইসলাম শফি।

বিজ্ঞাপন

পীরগাছা থানার এএসআই মামুন জানান, পীরগাছা থানা পুলিশের একটি টিম গত বৃহস্পতিবার গাজিপুর থেকে আজগর ও আজিজকে এবং শফিকে মাওনা এলাকা থেকে গ্রেফতার করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন, অর্থ আত্মসাৎ ও মাদকের পৃথক তিনটি মামলায় তারা দণ্ডপ্রাপ্ত হন। দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘গ্রেফতারকৃতদের গাজীপুর থেকে পীরগাছা থানায় নিয়ে এসে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন