শ্রীপুরে কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, শ্রীপুর(গাজীপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি, ছবি: সংগৃহীত

রাতের অন্ধকারে কবর থেকে কঙ্কাল চুরি, ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে দুটি কবর খুঁড়ে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) গভীর রাতে পৌর এলাকার ১নং ওয়ার্ড শ্রীপুর পূর্বপাড়া গ্রামের কাটাপুল জামে মসজিদ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

যাদের কবর খোঁড়া হয়েছে তারা হলেন, শ্রীপুর পূর্বপাড়া গ্রামের সমর উদ্দিন ওরফে নুরুল হকের ছেলে মহি উদ্দিন (৫৫) ও একই এলাকার এলাহী বক্সের মেয়ে নুরজাহান (৬০)।

বিজ্ঞাপন

শ্রীপুর বাজারের ব্যবসায়ী চিশতি আলমগীর জানান, আমার চাচাত ভাই মহি উদ্দিন (৫৫) হার্ট অ্যাটাক করে গত দেড় বছর আগে মারা যান। তার মৃত্যুর পর কাটাপুল জামে মসজিদের পাশেই আমাদের পারিবারিক কবরস্থানে তাকে কবর দেয়া হয়। এদিকে, আমার বোন নুরজাহান (৬০) দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত থাকার পর গত ৩ মাস আগে মারা গেলে তাকেও চাচাত ভাইয়ের কবরের পাশে কবর দেয়া হয়। গত রাতের কোনো এক সময় অজ্ঞাত চোরেরা দুটি কবর খুঁড়ে মহি উদ্দিনের কঙ্কাল নিয়ে যায়। তবে, নুরজাহানের মরদেহ এখনো কঙ্কালে পরিণত না হওয়ায় সেটা নিতে পারেনি বলেও ধারণা করেন তিনি।

শ্রীপুর পৌরসভার ১নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমি এখনো শুনিনি। খোঁজ নিয়ে জানাতে পারবো।

বিজ্ঞাপন

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, কঙ্কাল চুরির ঘটনা সম্পর্কে থানায় কেউ অবহিত করেনি। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।