সরিষাবাড়িতে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
-
-
|

উদ্ধারকৃত মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
জামালপুরের সরিষাবাড়িতে অজ্ঞাত (২২) কিশোরীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১১ অক্টোবর) সকালে ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ডোয়াইল ইউনিয়নের চাপারকোনা গ্রামের পাকা রাস্তার পাশে অজ্ঞাতনামা এক কিশোরীর মরদেহ দেখতে পায় এলাকাবাসী।
বিষয়টি সরিষাবাড়ি থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ওই মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।
সরিষাবাড়ি থানার এসআই গোলাম সাকলায়েন জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় ওড়না পেঁচানো ছিল। অজ্ঞাত দুর্বৃত্তরা কিশোরীকে হত্যা করে ফেলে রেখে গেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।