শ্রীপুরে মহাসড়কে ট্রাক উল্টে নিহত ৩

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গাজীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহতদের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নিহতদের মরদেহ, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

গাজীপুরের শ্রীপুরে মহাসড়কে ট্রাক উল্টে এর নিচে চাপা পড়ে তিন পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাত সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন- শেরপুরের নকলা থানার বাছুরালগা গ্রামের মজিবর রহমান কালনের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও একই গ্রামের আলফাজ উদ্দিনের ছেলে সাইফুল ইসলাম (২৪)। অন্য একজনের নাম পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি।

এছাড়া আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় হাইওয়ে পুলিশ।

বিজ্ঞাপন

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুর হোসেন জানান, মাওনার দিক থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো- ট-১৬ ৫৩ ৭৮) ট্রাকটির চালক গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আসলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় সড়ক দ্বীপের (রোড ডিভাইডার) সঙ্গে প্রচণ্ড বেগে ধাক্কা খায়। এতে মহাসড়কের পাশে দাঁড়ানো গাড়ির জন্য অপেক্ষমাণ যাত্রীদের ওপর ট্রাকটি উল্টে পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

তিনি আরও জানান, এ ঘটনায় ট্রাকচালক বাদশাকে (৩৮) আটক করা হয়েছে। সে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ধানগড়া ইউনিয়নের আবুদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।