চালকের ভুলে ট্রেনের বগিতে ১ জনের মৃত্যু, আহত ১৫
-
-
|

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
রংপুরে ট্রেনের ইঞ্জিন পরিবর্তনের সময় চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুটি বগি ভেঙে আপেল মাহমুদ (২০) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে অন্তত ১৫ জন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে কাউনিয়া রেলওয়ে স্টেশনে এই দুর্ঘটনাটি ঘটে।
আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক শামসুজ্জোহা।
তিনি বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, বিকেলে কাউনিয়া স্টেশনে উত্তরবঙ্গ মেইল ট্রেনটি ইঞ্জিন ঘুরানোর সময় এই দুর্ঘটনাটি ঘটে। ধারণা করা হচ্ছে চালক গতি নিয়ন্ত্রণ করতে না পারায় ট্রেনের ১ ও ২ নং বগি দুটি ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়।
এতে বগির ভেতরে থাকা আপেল মাহমুদ নামে এক যুবক মারা গেছে। গুরুত্বর আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।
এই দুর্ঘটনার জন্য চালককে দায়ী করছেন আহতরা। তাদের অভিযোগ, ইঞ্জিন পরিবর্তনের সময় চালক গতি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। একারণে এই দুর্ঘটনাটি ঘটেছে।