কলেজের পুকুরে বৃদ্ধের অর্ধগলিত লাশ
-
-
|

ছবি: প্রতীকী
কুড়িগ্রামের উলিপুর সরকারি ডিগ্রি কলেজের পুকুর থেকে উমর আলী (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ অক্টোবর) সকালে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার পাঠান পাড়া গ্রামের মৃত শরিয়ত উল্লার ছেলে উমর আলী গত রোববার ভোররাতে সবার অজান্তে বাড়ি থেকে বের হয়ে যান। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। সকালে ওই পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোয়াজ্জেম হোসেন বার্তাটোয়েন্টিফোর.কমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।