কুড়িগ্রামে চালু হচ্ছে আন্ত:নগর ট্রেন

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেন নামকরণ ও মতবিনিময় সভা

কুড়িগ্রামে আন্ত:নগর ট্রেন নামকরণ ও মতবিনিময় সভা

কুড়িগ্রামের বহুল প্রত্যাশিত আন্ত:নগর ট্রেন কুড়িগ্রাম-ঢাকা-কুড়িগ্রাম আগামী ১৬ অক্টােবর থেকে চালু হতে যাচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারন্সের মাধ্যমে ট্রেন চলাচলের কার্যক্রম উদ্বােধন করবেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ সেপ্টেম্বর) কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে ট্রেনের নামকরণ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মােছা: সুলতানা পারভীনের সভাপতিত্বে নামকরণ অনুষ্ঠানে ৮টি নাম প্রস্তাবনা আকারে আসে। নামগুলাে হচ্ছে- বঙ্গবন্ধু এক্সপ্রেস, শেখ হাসিনা এক্সপ্রেস, বঙ্গকন্যা এক্সপ্রেস, কুড়িগ্রাম এক্সপ্রেস, কুড়িগ্রাম ভাওয়াইয়া এক্সপ্রেস, ভাওয়াইয়া এক্সপ্রেস, কুড়িগ্রাম ধরলা এক্সপ্রেস ও কুড়িগ্রাম চিলমারী এক্সপ্রেস।

বিজ্ঞাপন

প্রস্তাবনাগুলাে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রেরণ করা হয়েছে। সেখান থেকে যাচাই-বাছাই করে চূড়ান্ত হবে নাম।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি মাে: জাফর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মন্ডল, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মেনহাজুল আলম, কুড়িগ্রাম ২২ বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্নেল জামাল হােসেন প্রমূখ।

এছাড়াও রেল আন্দোলনের সাথে জড়িত বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাবৃন্দ উপস্থিত ছিলেন।