কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
-
-
|

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম (প্রতীকী)
কুড়িগ্রামের রৌমারীতে জমি লিখে না দেওয়ায় মাকে সঙ্গে নিয়ে বাবাকে খুন করেছে তিন ছেলে। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রীসহ তিনি ছেলেকে আটক করেছে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার বন্দবেড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নুরু মিয়া বন্দবেড় গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে।

আটকেরা হলেন, নিহত নুরু মিয়ার স্ত্রী রাবেয়া খাতুন (৪৮), ছেলে রাশেদুল ইসলাম (৩০), আব্দুল্লাহ (২২) ও আতিকুর রহমান (১৮)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী নুরু মিয়া (৫৩) দীর্ঘ দিন কুয়েতে চাকরি করে ছয়-সাত বিঘা জমি কিনেন। এর মধ্যে তিন বিঘা নিজের নামে ও বাকি জমি স্ত্রী-ছেলেদের নামে কিনেন। দীর্ঘদিন থেকে বাবার নামে কেনা জমি নিজেদের নামে লিখে দিতে চাপ দেয় স্ত্রী ও তিন ছেলে। এ নিয়ে বেশ কিছু দিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে নিজ ঘরের মেঝেতে ফেলে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে নুরু মিয়াক হত্যা করা হয়।
এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলওয়ার হাসান ইনাম বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) মরদেহের ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম হাসপাতাল মর্গে পাঠানো হবে। অভিযুক্ত স্ত্রী ও তিন ছেলেকে আটক করা হয়েছে।