ওয়ানডেতে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ মুহূর্তে জ্বলে উঠলেও সেখানে নিয়মিত রান পাচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আর বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়ে টেস্টে রান খরা লেগে আছে তার। সেখান থেকে উত্তরণে কীভাবে রান পেতে পারেন রোহিত সেটারই পরামর্শ দিয়েছে ভারতের সাবেক তারকা ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাঙ্ক্ষিত রান না পাওয়ায় অবসরের গুঞ্জন উঠেছিল ভারত দলপতির। তবে ফাইনালে দুর্দান্ত ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এস অবসরের গুঞ্জন নাকচ করে দেন তিনি। আর চলতি মাসে শুরু হতে যাওয়া আইপিএলের শেষে ইংল্যান্ডের মাটিতে পাঁচ ম্যাচের টেস্ট খেলবে ভারত। সেখানে দলে ডাক পেতে পারেন ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের সুখ এনে দেওয়া অধিনায়ক রোহিত শর্মা।
ইংল্যান্ড সফর দিয়েই রোহিতকে টেস্টে রানের ফেরার পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলি। সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতের দলপতিকে নিয়ে তিনি বলেন,‘ আমাকে গত ৪-৫ বছরে একটা বিষয় খুব অবাক করেছে। রোহিতের যা প্রতিভা, তাতে ওর আরও ভালো করা উচিত ছিল। সামনের ইংল্যান্ড সিরিজ নিয়ে ওর ভাবনাচিন্তা করা উচিত। অস্ট্রেলিয়া সফরের মতো এটাও কঠিন হবে। সাদা বলে ও সেরাদের মধ্যে অন্যতম। কিন্তু লাল বলেও পারফর্ম করতে হবে।’
তিনি আরো বলেন,‘ আমি সব সময় বলেছি রোহিত দারুণ অধিনায়ক। আমি নিজে অধিনায়ক ছিলাম, ফলে নেতৃত্বের গুণ দেখলে বুঝতে পারি। আমি জানি না ও টেস্ট ক্রিকেট কতদিন খেলবে। তবে যদি আমার কথা রোহিতের কাছে পৌঁছয়, তাহলে বলব এবার ওর লাল বলের ক্রিকেটের পরিস্থিতি বদলানোর দায়িত্ব নেওয়া উচিত। ভারত এই মুহূর্তে টেস্টে ভালো খেলতে পারছে না। তাই ইংল্যান্ডে ভালো কিছু করার রাস্তা খুঁজে বের করতে হবে।’