ক্রিকেটে উড়ছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরের আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফিতে হয়েছে অপরাজিত চ্যাম্পিয়ন। যেখানে গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে কোনো পাত্তাই দেয়নি রোহিত শর্মার দল। হেসেখেলেই মোহাম্মদ রিজওয়ানের দলকে হারিয়েছে ভারত।
ক্রিকেট মহলে ভারত-পাকিস্তানকে সবসময় চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবেই বিবেচনা করা হয়। তবে প্রতিযোগিতার সেই পুরোনো রেশ আর নেই। মাঠের ক্রিকেটে ভারতের কাছে পাকিস্তানের জয় পাওয়া এখন দেখা যায় কালে-ভদ্রে। তবে দুই দেশের রাজনৈতিক বৈরীতার কারণে বেঁচে আছে একটু উন্মদনা।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে পাকিস্তান-ভারতের প্রতিদ্বন্দ্বিতা এখন কেবল কাগজে কলমে। এবার তাদের দলে যোগ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেক্স ফ্রিডমানের পডকাস্টে ক্রিকেট নিয়ে কথা বলতে গিয়ে মোদি বলেন,‘যদি টেকনিকের দিক থেকে বলা হয়, তাহলে আমি বিশেষজ্ঞ নই। তবে কখনও কখনও ফলাফলই বলে দেয় কারা সেরা। কিছুদিন আগেই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়েছে। সেখানে ফলাফলই বলে দিয়েছে কোন দল সেরা। আমরা তো সেভাবেই জানতে পেরেছি।’
ক্রিকেটের পাশাপাশি ফুটবল নিয়েও কথা বলেছেন মোদি। ফুটবলে সেরা ফুটবলার কে সেই প্রশ্নের জবাবে মোদি বলেন,‘আশির দশকে যদি কাউকে জিজ্ঞেস করা হত, তাহলে একটা নামই সামনে আসত। তিনি ম্যারাডোনা। ওই প্রজন্মের নায়ক ছিলেন তিনি । তবে আজকের প্রজন্মকে জিজ্ঞেস করলে তারা সঙ্গে সঙ্গে বলবে লিওনেল মেসি।’