নারী দলের প্রধান কোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধে জাতীয় দলের হয়ে খেলছেন না নারী ফুটবল দলের ১৮জন সিনিয়র সদস্য। যেখানে আছেন সাফজয়ী দলের সদস্যরাও। তবে লাল-সবুজ জার্সিতে না খেললেও এবার ভুটানের লিগে খেলার সুযোগ পেয়েছেন কোচের বিরুদ্ধে বিদ্রোহ করা সেই দলের দুই খেলোয়াড় মাসুরা পারভীন ও রুপ্না চাকমা।
গেল বছরের শেষদিকে কোচের বিরুদ্ধে অভিযোগ এন তার অধীনে অনুশীলন বয়কটের ঘোষণা দিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ আরো ১৮ জন খেলোয়াড়। অনেক কাঠখড় পোড়ানোর পর চলতি বছরের জানুয়ারিতে নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেছিলেন, খুব শীঘ্রই ক্যাম্পে ফিরছেন বয়কট করা খেলোয়াড়রা। তবে সেটা হয় নি। যে কারণে ভূটান ফুটবল কর্তৃপক্ষের আবেদন পেলেও মাসুরা-রুপ্নাদের ছাড়পত্র দিতে রাজি হয়নি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে পরে সিদ্ধান্ত বদলে তাদের ছাড়পত্র দিয়েছে বাফুফে।
তাদের ছাড়পত্র দেওয়া সর্ম্পকে মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’ অবশ্য এর আগে এশিয়ার কাপকে সামনে রেখে কোনো ফুটবলারকে দেশের বাইরে খেলতে যেতে না দেওয়া পক্ষে যুক্তি দিয়েছিলেন তিনি।
এদিকে ভুটানে খেলতে যাওয়া নিয়ে গণমাধ্যমকে মাসুরা জানান,‘ আমার ও রুপ্নার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।’