গাভাস্করের মন্তব্যে ক্ষুদ্ধ ইনজামাম

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-03-09 18:51:52

এ যেন খাজনার চেয়ে বাজনা বেশি! মাঠের খেলা শেষ হয়েছে সেই কবেই তবে এখনও বক্তব্য পালটা বক্তব্য বিনিময় চলছে ভারত-পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মধ্যে। সেখানে অবশ্য ছাড় দেন না ভারতের কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার। আর পাকিস্তানের ইনজামাম উল হকও কম না। তবে এবার গাভাস্কারের একটি মন্তব্য ভালোভাবে নেননি ইনজামাম।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে হেরে গ্রুপপর্ব থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। আর সেটা নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলেছেন গাভাস্কার। তিনি বলেছিলেন,‘ আমার মনে হয় ভারতের বি দলও পাকিস্তানকে হারিয়ে দেবে। সি দলের কথা আমি বলতে পারব না। কিন্তু ভারতের বি দলের বিরুদ্ধে খেলতে সমস্যায় পড়বে পাকিস্তান। ওদের ক্রিকেটের এখন এতটাই খারাপ হাল।’

আর এ মন্তব্যে বেজায় চটেছেন ইনজামাম। পাকিস্তানের সংবাদমাধ্যমকে তিনি বলেছেন,‘ গাভাস্কারের পরিসংখ্যান দেখা উচিত। উনি অনেক সিনিয়র ও অভিজ্ঞ ক্রিকেটার। ওনাকে আমরা সম্মান করি। উনার দল এখন ভাল খেলছে। উনি নিজের দলের প্রশংসা করতেই পারেন। কিন্তু অন্য কোনও দল, অন্য কোনও দেশকে নিয়ে বলার অধিকার ওনাকে কে দিয়েছে? মুখ সামলে কথা বলুন। এ রকম কঠোর ভাবে কিছু বলবেন না।’

এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। কিন্তু ভারত সে দেশে খেলতে যায়নি। ভারতের সব খেলা হচ্ছে দুবাইয়ে। সেই কারণে প্রতিযোগিতা শুরুর আগে থেকেই দু’দেশের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে কথার যুদ্ধ চলছে। ভারতের কাছে হারের পর থেকে তা আরও বেড়েছে।

এ সম্পর্কিত আরও খবর