উইলিয়ামসন-রাচিনের সেঞ্চুরিতে রেকর্ড গড়া দিন

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-03-05 20:18:49

চ্যাম্পিয়ন্স ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে আজ বুধবার দক্ষিণ আফ্রিকাকে ৩৬৩ রানের রেকর্ড পারিমাণ লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নিউজিল্যান্ড। কেইন উইলিয়ামসন ও রাচিন রবীন্দ্রর দুই সেঞ্চুরিতে ভর করে এই ম্যাচে কয়েকটি রেকর্ড গড়েছে কিউইরা।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এতোদিন সর্বোচ্চ ৩৫৬ রানের রেকর্ড ছিল অস্ট্রেলিয়ার নামে। তবে আজ সেই রেকর্ড ছাড়িয়ে ৩৬২ রানের বড় পুঁজি সংগ্রহ করলো নিউজিল্যান্ড। অজিদের আগে আইসিসির এই ফরম্যাটে একই আসরে সর্বোচ্চ ৩৫১ রানের রেকর্ড ছিল ইংল্যান্ডের।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে উইল ইয়াংকে হারালে দলের রানের হাল ধরেন কেইন উইলিয়ামসন ও রাচিন রাবীন্দ্রা। উইলিয়ামসন আউট হওয়ার আগে এই জুটি যোগ করেন ১৬২ রান। যা চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের হয়ে সবোর্চ্চ রানের পার্টনারশীপ। আর আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২০০৪ সালে ১৬৩ রানের জুটি ছিল নাথান অ্যাস্টল ও স্কট স্টাইরিশের। পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবোর্চ্চ রানের জুটিও এটি।

এ ম্যাচে ৯২ বলে সেঞ্চুরির মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা তিন ওয়ানডেতেই সেঞ্চুরি করেছেন কেইন উইলিয়ামসন। প্রথম কোনো কিউই ব্যাটার হিসেবে ওয়ানডেতে এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই কীর্তির গড়েছেন তিনি। এ ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে এখন পর্যন্ত ৪টি ওয়াডে সেঞ্চুরি রয়েছে উইলিয়ামসনের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফরম্যাটটিতে সর্বোচ্চ ৫টি করে সেঞ্চুরির রেকর্ড আছে শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ডেভিড ওয়ার্নারের।

এ ম্যাচ দিয়ে আইসিসির টুর্নামেন্টের ওয়ানডে ফরম্যাটে পাঁচটি সেঞ্চুরি করেছেন রাচিন রবীন্দ্র। ৩টি সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এবং চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুটি। আইসিসি ইভেন্টে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম পাঁচ সেঞ্চুরিই করা একমাত্র ব্যাটার রাচিন। এর আগে সর্বোচ্চ ৪টি সেঞ্চুরি ছিল বাংলাদেশের মাহমুদউল্লাহ রিয়াদের। এই কীর্তি গড়তে আইসিসি ইভেন্টে ১৩ ইনিংসে ব্যাট করেছেন রাচিন, যা দ্রুততম। এর আগে শেখর ধাওয়ান আইসিসি ওডিআই ইভেন্টে ৫ সেঞ্চুরি করতে ১৫ ইনিংস খেলেছিলেন।

এ সম্পর্কিত আরও খবর