ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ-২০২৭ -এর বাছাই পর্বের ম্যাচের জন্য সৌদি আরবে অনুশীলন ক্যাম্প করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বুধবার আসন্ন ম্যাচকে সামনে রেখে ৩০ সদস্যের একটি প্রাথমিক দল ঘোষণা করেছে বাফুফে। যেখানে আছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন সেনসেশন হামজা চোধুরী ও ফাহমেদুল হাসান চৌধুরি।
আগামী ৫ মার্চ নিবিড় অনুশীলনের জন্য সৌদি আরবে যাবে বাংলাদেশ দল। সেখানে ক্যাম্প শেষ করে ১৭ মার্চ দল ফিরবে ঢাকায়। দলের সঙ্গে যোগ দিবেন ইতালির দ্বিতীয় স্তরের ক্লাব ওলবিয়া কালসিওর ফরোয়ার্ড ফাহামেদুল হাসান।
মিডফিল্ডার হামজা যোগ দেওয়া প্রসঙ্গে টিম ম্যানেজার আমের খান বলেন, ‘হামজা মার্চের ১৮ তারিখ বাংলাদেশে আসতে পারেন। সৌদি আরব থেকে দেশে আসবে বাংলাদেশ দল। সেই সময় দলের সঙ্গে অনুশীলন করে ভারত যাবেন হামজা এ রকম পরিকল্পনা চলছে। ফাহমিদুল ইতালি থেকে সৌদি আরবে ক্যাম্পে যোগদান করবে।’
প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংসের মিডফিল্ডার শেখ মোরসালিন জায়গা পেয়েছেন। এছাড়া ব্রাদার্স ইউনিয়নে যোগ দেয়া জামাল ভূঁইয়াও রয়েছেন এই দলে।
এদিকে ক্যাম্পে জায়গা পাওয়া খেলোয়াড়দের আগামী ২৮ ফেব্রুয়ারি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় দলের ম্যানেজার আমের খানের কাছে রিপোর্ট করতে বলা হয়েছে।
বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল-
মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদি হাসান শ্রাবণ, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল, তাজ উদ্দিন, কাজী তারিক রায়হান, তপু বর্মন, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজেম কিরমানি, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, চন্দন রায়, মজিবুর রহমান জনি, শেখ মোরসালিন, জামাল ভূইয়া, হামজা চৌধুরি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, শাহরিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াস আহমেদ নোভা ও ফাহামেদুল ইসলাম