ক্রিকেটের মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট হাতে সাদামাটা ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। যার কারণে আইসিসির ওয়ানডে র্যাংকিংয়ে পেছালেন টাইগাররা ব্যাটাররা। সেখানে ওয়ানডেতে দলের হয়ে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেও জায়গা ধরে রাখতে পারেননি টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সবাই পেছালেও র্যাংকিংয়ে এগিয়েছেন তাসকিন আহমেদ ও তাওহিদ হৃদয় ।
আজ বুধবার প্রকাশিত র্যাংকিংয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৭ রান করেও পিছিয়ে গেলেন শান্ত। রান খরায় ভোগা এই অধিনায়ক দুই ধাপ পিছিয়ে এখন আছেন ২৭ নম্বরে। টাইগারদের মধ্যে ৯ ধাপ পিছিয়েছেন মুশফিকুর রহিম। ৫৫৫ রেটিং পয়েন্ট নিয়ে তিনি আছেন ৪২ নম্বরে। ২০১৪ সালের ফেব্রুয়ারির পর এই প্রথমবার ৪০ এর বাইরে গেছেন তিনি।
দলের সিনিয়র ব্যাটার মাহমুদউল্লাহ আছেন ৪৩ নম্বরে। তিনিও পিছিয়েছেন ৭ ধাপ। তার রেটিং পয়েন্ট ৫৪৮। সবাই পেছালেও ভারতের বিপক্ষে সেঞ্চুরি করা তাওহিদ হৃদয় ১৮ ধাপ এগিয়ে ৪৯৪ পয়েন্ট নিয়ে উঠে এসেছেন ৬৪ নম্বরে।
ওয়ানডেতে ব্যাটারদের শীর্ষ পাঁচে পরিবর্তন এসেছে মাত্র একটিতে। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা বিরাট কোহলি উঠে এসেছেন ৫ নম্বরে। বিরাটের কাছে জায়গা হারিয়েছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল।
অন্যদিকে বল হাতে ব্যাটারদের লাগাম টেনে রেখে র্যাংকিংয়ে অগ্রগতি ধরে রেখেছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসার ৬ ধাপ এগিয়ে বর্তমানে অবস্থান করছেন ৩০ নম্বরে। অন্যদিকে নিজের জায়গা খুইয়েছেন মেহেদি হাসান মিরাজ। ৪ ধাপ পিছিয়ে ডানহাতি এই অফ স্পিনার আছেন ৩১ নম্বরে।
ওয়ানডেতে বোলারদের অবস্থানে তেমন কোনো পরিবর্তন আসেনি। ২৬ রান খরচ করে ৪ উইওকেট শিকার করে ৩১ ধাপ এগিয়েছেন মাইকেল ব্রেসওয়েল। সেখানে শীর্ষে আছেন শ্রীলঙ্কার বোলার মাহিশ থিকসানা। তার রেটিং পয়েন্ট ৬৮০।