কে হবেন পাকিস্তানে নতুন কোচ?

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-26 16:57:30

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘরের মাঠে প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারার পর ভারতের বিপক্ষের ম্যাচটা ছিল বাঁচা মরার লড়াই। সেখানেও চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হেরে সেমি-ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয় পাকিস্তানের। দলের এমন পারফর্মেন্সে ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ কারণেই মোহাম্মদ রিজওয়ানদের জন্য নতুন কোচ খুঁজছেন তারা।

সংবাদসংস্থা পিটিআইয়ের দাবি, চলতি মাসের মধ্যেই অন্তবর্তীকালীন কোচ আকিব জাভেদকে সরিয়ে নতুন কোচ নিয়োগ দিতে চায় পিসিবি। মূলত ভারতের বিপক্ষে ম্যাচে দলের ভরাডুবির জন্য আকিফের ওপর থেকে মনোযোগ সরিয়ে নিয়েছে সংস্থাটি। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করতে রাজি হয়নি পিসিবি। তবে জোর গুঞ্জন আছে আরো একবার অন্তবর্তীকালীন কোচ নিয়োগ দিতে পারে পিসিবি।

জানা গেছে, চ্যাম্পিয়ন্স ট্রফি ঠিকঠাকভাবে শেষ হলে এ বিষয়ে কথা বলবে পিসিবি। বর্তমানে তাদের অগ্রাধিকারে আছে আইসিসির বৈশ্বিক এই আসরটি। কারণ ২৯ বছর পরে আইসিসির ইভেন্ট আয়োজনের অনুমতি পেয়েছে তারা। যে কারণে এই আসরে কোনো ত্রুটির সম্ভাবনা রাখতে চায় না পিসিবি। বোর্ড সূত্র মতে, দলের পারফরম্যান্স নিয়ে এখন কোনো মন্তব্য না করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পাশাপাশি বোর্ডের নীতিনির্ধারণী পর্যায়ও দলের বাজে পারফরম্যান্সের জন্য কোনো প্রকার অজুহাত শুনতেও নারাজ।

চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচে আগামীকাল বৃহস্পতিবার গ্রুপ পর্বে বাদ পড়া বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই আসরের পরে ১৫ মার্চ থেকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলবে পাকিস্তান। সেই সিরিজের মাধ্যমেই পাকিস্তান ক্রিকেটের কোচের আসনে নতুন কাউকে দেখা যেতে পারে।

এদিকে পাকিস্তানের কোচ হওয়ার জন্য পিসিবিতে প্রস্তাব দিয়ে রেখেছেন ভারতের সাবেক খেলোয়াড় ও কোচ যোগরাজ সিং। যিনি ভারতের তারকা খেলোয়াড় যুবরাজ সিংয়ের বাবা।

এ সম্পর্কিত আরও খবর