মুশফিক-মাহমুদউল্লাহকে দোষ দিলেন জাফর

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2025-02-25 14:38:51

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের কাছে হেরে ফের বৈশ্বিক আসরে হতাশ করেছে বাংলাদেশ। সাম্প্রতিক সময়ে আইসিসির কোনো ইভেন্টে ভালো করতে পারছে না টাইগাররা। এবার প্রথম ম্যাচে ভারতের কাছে ২২৮ রানের অলআউট হওয়ার পরে গতকাল কিউইদের বিপক্ষে ২৪১ রানের লো-স্কোরে থেমেছে বাংলাদেশ। এমন ব্যর্থতায় দলের অভিজ্ঞ খেলোয়াড়দের আইসিসি ইভেন্টে পারফর্ম না করার ধারাবাহিকতাকে কারণ হিসেবে দেখছেন ভারতের সাবেক ব্যাটার ওয়াসিম জাফর।

সিনিয়র খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের কড়া সমালোচনা করেছেন বাংলাদেশ দলের সাবেক এই কোচ। ক্রীড়াভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফোকে দেওয়া সাক্ষাৎকারে জাফর বলেন,‘আমরা সম্ভবত সাকিব আল হাসানকে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপে দেখেছি, যেখানে তিনি ছিলেন ব্যাট হাতে উজ্জ্বল খেলোয়াড়। কিন্তু আমি জানি না এটা কীরকম চাপ? আর তাদের (মাহমুদউল্লাহ-মুশফিক) উপর পড়ে? না কি তারা নিজেই চাপ সৃষ্টি করে যার কারণে তারা পারফর্ম করতে পারে না।’

এবারে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও মাহমুদউল্লাহর আইসিসি ইভেন্টে ভালো পারফর্ম করার ইতিহাস আছে। ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে টানা দুটি সেঞ্চুরি করেছিলেন তিনি। এছাড়াও ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারানোর ম্যাচে একটি সেঞ্চুরি করেছিলেন। এবারের আসরে তিনি প্রথম ম্যাচে চোটের কারণে দলে ছিলেন না আর দ্বিতীয় ম্যাচে জায়গা পেলেও দায়সারা ব্যাটিং নিয়েই ফিরতে হয়েছে মাত্র ৪ রানে।

জাফর বলেন, ‘আজকের যে শট সিলেকশন আমরা দেখেছি, তা খুবই হতাশাজনক ছিল। মুশফিক সেই শট খেলেছে, মাহমুদুল্লাহও সেই বেপরোয়া শট খেলেছে। আর এটা একটি সহজ জয়ের ম্যাচ ছিল। তারা সবসময় ভালো করার কথা বলে। তবে দুঃখজনকভাবে, আইসিসি ইভেন্টে সবসময়ই ছিল তাদের গল্প ছিল।’

রাওয়ালপিন্ডির মাঠে বাংলাদেশ অন্তত ৫০-৬০ শর্ট রান নিতে পারতেন বলে মনে করেন জাফর। এ সম্পর্কে তিনি বলেন,‘তারা সহজেই সেই পিচে ৩০০ এর অধিক রান করতে পারত। তাই তাদের নিজেদেরকেই দোষ দিতে হবে। বোলিং ইউনিট থেকে এটি অনেক বেশি চাওয়া যে তারা নিউজিল্যান্ডকে ২৪০ রানের নিচে অলআউট করে ফেলবে।’

২০১৯ সালে ব্যাটিং পরামর্শক হিসেবে বিসিবির হয়ে স্বল্প মেয়াদে কাজ করেছিলেন প্রথম শ্রেণিতে ১৯ হাজার ৪১০ রান করা ভারতীয় খেলোয়াড় ওয়াসিম জাফর। ঢাকা প্রিমিয়ার লিগেও খেলে গেছেন তিনি। ২০২০ সালে অবসর নেওয়ার পর উত্তরাখন্ডের কোচ ছিলেন জাফর। সর্বশেষ ছিলেন ভারতের ঘরোয়া দল ওডিশার কোচের দায়িত্বে। ব্যাটিং পরামর্শক হিসেবে আইপিএলের দল পাঞ্জাব কিংসেও কাজ করেছেন ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্ট রঞ্জি ট্রফির রেকর্ড রান সংগ্রাহক এ ব্যাটার।

এ সম্পর্কিত আরও খবর