বাবার জন্য উড়ন্ত চুম্বন, শামির চোখ পাকিস্তান ম্যাচে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2025-02-21 12:45:28

বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত বোলিংয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করলেন মোহাম্মদ শামি। ইনিংসে ৫ উইকেট নিয়ে ভারতের জয়ে বড় ভূমিকা রাখলেন এই পেসার। সামনেই পাকিস্তানের বিপক্ষে লড়াই। তবে এই ম্যাচকেও সাধারণ এক লড়াই হিসেবেই দেখছেন শামি।

বাংলাদেশের বিপক্ষে দুরন্ত বোলিংয়ের পর উদযাপনেও দেখা গেছে আবেগের ছোঁয়া। উইকেট নেওয়ার পর আকাশের দিকে উড়ন্ত চুম্বন দিতে দেখা যায় তাকে। ম্যাচ শেষে জানালেন, এই চুম্বন উৎসর্গ করেছেন তার প্রয়াত বাবাকে। ২০১৭ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান শামির বাবা তৌসিফ আলি। বাবার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এমন উদযাপন করেছেন এই ভারতীয় পেসার।

বিশ্বকাপের পর চোটের কারণে মাঠের বাইরে ছিলেন শামি। দীর্ঘ বিরতির পর ফেরার পথে অনেক পরিশ্রম করতে হয়েছে তাকে। জাতীয় ক্রিকেট একাডেমিতে ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে নিজেকে তৈরি করেছেন। এই পরিশ্রমই তাকে আবারও শীর্ষ পর্যায়ে ফিরতে সাহায্য করেছে। বৃহস্পতিবার রাতে ম্যাচ শেষে শামি বলেন, ‘আইসিসি প্রতিযোগিতায় আমি রান দিলেও পরোয়া করি না। শুধু উইকেট নেওয়াই আমার লক্ষ্য। সেই চেষ্টাই করি।’

এখন ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দিচ্ছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বাড়তি চিন্তা করতে চান না শামি, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু করার মানসিকতা থাকা উচিত নয়। আইসিসি প্রতিযোগিতা বা আন্তর্জাতিক ম্যাচ ভেবে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই।’

গতকাল ভারতের বিপক্ষে ২২৮ রান করে বাংলাদেশ। জবাবে ভারত ২১ বল বাকি থাকতেই ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয়। ম্যাচে ৫ উইকেট নেন শামি। এবার তার সামনে পাকিস্তান। ২৩ ফেব্রুয়ারি মুখোমুখি হবে এই দুই দল।

এ সম্পর্কিত আরও খবর