‘যত কষ্টই সহ্য করতে হোক, ফিরতে চাই’

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2025-02-21 11:52:26

চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে ৬ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে নাজমুল হোসেন শান্তর দল। তবে দলের ব্যর্থতার মাঝে ব্যক্তিগত নৈপুণ্যে উজ্জ্বল ছিলেন তাওহিদ হৃদয়। ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেয়েও বৃহস্পতিবার রাতে ম্যাচ হারার আক্ষেপ লুকাতে পারেননি এই ব্যাটার।

প্রথমে ব্যাট করে শুরুতেই বড় বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৩৫ রানের মধ্যেই সাজঘরে ফিরে যান দলের প্রথম পাঁচ ব্যাটার। এমন কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও জাকের আলী। দুজন মিলে ষষ্ঠ উইকেটে ১৫৪ রানের পার্টনারশিপ গড়েন, যা চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি। পাশাপাশি ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে ইতিহাসেও এটি ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের রেকর্ড।

এই জুটিতে দলকে ম্যাচে ফেরানোর পাশাপাশি নিজের ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতকও তুলে নেন হৃদয়। তবে শতক করেও জয়হীন থাকার হতাশা প্রকাশ করেছেন তিনি। ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে হৃদয় লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম শতক, তবে সবটুকুই বৃথা হয় যখন দল হেরে যায়।’

শতকের পথে ব্যাট করতে গিয়ে পায়ের চোটও পেয়েছেন হৃদয়। তবে চোট উপেক্ষা করেও ব্যাট চালিয়ে গেছেন। আগামি ম্যাচেও খেলার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে জানিয়েছেন তিনি। নিজের ফেসবুক পোস্টে হৃদয় আরও লেখেন, ‘শতরানের জন্য আল্লাহর কাছে শুকরিয়া, তবে মন খারাপ। হয়তো আমি আরও একটু ভালো খেললে দলের জন্য আরও ভালো হতো। পরের ম্যাচে ফিরতে চাই, তার জন্য যত কষ্টই সহ্য করতে হোক না কেন।’

বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময় দুর্দান্ত ইনিংস খেললেও ফিল্ডিংয়ে গুরুত্বপূর্ণ সময়ে ভুল করেন জাকের আলী। লোকেশ রাহুলের ক্যাচ মিস করে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন হৃদয়। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা খেলারই অংশ। জাকের ক্যাচ ড্রপ করেছে, কিন্তু এটা নিয়ে সমস্যা নেই। আশা করি, আমরা ভালোভাবে কামব্যাক করব।’

হৃদয় জানান, উইকেটে টিকে থাকার জন্য বড় জুটির প্রয়োজন ছিল, সেটাই মাথায় রেখেই খেলেছেন। ভারতের স্পিনারদের বিপক্ষে কিছুটা অস্বস্তিতে ছিলেন তিনি, তবে পরিকল্পনা অনুযায়ী খেলতে পেরেছেন। ম্যাচে রিশাদ হোসেনের বোলিংয়ের প্রশংসা করতেও ভোলেননি তিনি।

ম্যাচের আগে টস জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠলেও হৃদয় জানিয়েছেন, দল এ সিদ্ধান্তের ব্যাপারে নিশ্চিত ছিল। তবে শুরুতেই উইকেট হারানোয় ব্যাটিং পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

 বাংলাদেশের পরবর্তী ম্যাচ ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে। টুর্নামেন্টে টিকে থাকতে সে ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশের।

এ সম্পর্কিত আরও খবর