ভারতের কিংবদন্তি সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বর্ধমান যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয়েছেন। ভারতের সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার এক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় দুর্গাপুর এক্সপ্রেসওয়ের দাঁতনপুর এলাকায় সৌরভের রেঞ্জ রোভার গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
স্বস্তির খবর-সৌরভ অক্ষত রয়েছেন এবং কোনো বড় ধরনের ক্ষয়-ক্ষতি হয়নি।
ঘটনাটি ঘটে বৃষ্টির মধ্যে, যখন একটি ট্রাক সৌরভের গাড়িবহরের সামনে চলে আসে। সৌরভের গাড়ির চালক দ্রুত ব্রেক কষে প্রাথমিক বিপদ থেকে গাড়ি বের করে আনে। কিন্তু, পেছনে থাকা গাড়িগুলো পরিস্থিতি সামাল দিতে পারেনি, ফলে একে একে তারা সৌরভের গাড়িতে ধাক্কা দেয়।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে সংবাদ প্রতিদিন জানায়, সৌরভের গাড়ির পেছনে থাকা একটি গাড়ি রেঞ্জ রোভারে ধাক্কা মারে। যদিও এই ঘটনায় সৌরভের গাড়িতে কোনো ক্ষয়-ক্ষতি হয়নি, তবে দুটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌরভের গাড়িতে থাকা কেউই আহত হয়নি। দুর্ঘটনার পর প্রায় ১০ মিনিট এক্সপ্রেসওয়ের পাশে দাঁড়িয়ে ছিলেন সৌরভ, এবং পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর তিনি বর্ধমানের উদ্দেশে রওনা দেন।
পরে তিনি বর্ধমান স্পোর্টস অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন। সৌরভের সফরসঙ্গীরা জানান, সৌরভ বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছেন। দাঁতনপুর থানার পুলিশ জানিয়েছে, সৌরভের গাড়ির কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
সৌরভের এই দুর্ঘটনা সবার মধ্যে একটি বড় সতর্কতা নিয়ে এসেছে, যে সড়ক নিরাপত্তা নিশ্চিত করা কতটা জরুরি। সৌরভ গাঙ্গুলী, যিনি বর্তমানে ভারতীয় ক্রিকেটের একজন অন্যতম আইকন।