চোটের কারণে ভারতীয় চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকবেন কিনা তা নিয়ে ছিল সংশয়। তবে সব সংশয়কে উড়িয়ে মোহাম্মদ শামি শুরু করলেন সেখান থেকেই, যেখানে ২০২৩ বিশ্বকাপ শেষ করেছিলেন। আসরে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশকে বিপাকে ফেলে ৫ উইকেট নিয়েছেন শামি।
এ ম্যাচ শুরুর আগে আন্তর্জাতিক ওয়ানডেতে শামির উইকেট ছিল ১৯৭টি। আজকের ৫ উইকেটে শামি ছুঁয়েছেন ২০০ উইকেটের মাইলফলক। এ মাইলফলক স্পর্শ করতে শামি খেলেছেন ১০৪ ওয়ানডে ম্যাচ। আর তাতেই ভারতীয়দের মাঝে দ্রুততম ২০০ উইকেটের রেকর্ড গড়েছেন এ পেসার।
এর আগে ভারতীয়দের মাঝে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড ছিল অজিত আগরকরের দখলে। ১৩৩ ইনিংসে এ রেকর্ড গড়েছিলেন তিনি। শামি তার রেকর্ড কেড়ে নিলেন তার থেকে ২৯ ম্যাচ কম খেলেই।
আর সব মিলিয়ে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্কের পর বিশ্বের দ্বিতীয় দ্রুততম বোলার হিসেবে এ রেকর্ড গড়েছেন শামি। ২০০ উইকেট নিতে স্টার্কের লেগেছিল ১০২ ইনিংস।