মালনীছড়া চা বাগানে শ্রমিকের বেশে দুই অধিনায়ক

ক্রিকেট, খেলা

স্পোর্টস রিপোর্টার, বার্তা২৪.কম | 2024-12-04 16:54:57

সিলেটের নাম বলতেই চোখে ভাসে চা বাগান আর সবুজের সমারোহ! এই শহরেই আছে দেশের প্রথমবার বাণিজ্যিকভাবে চালু হওয়া চা-বাগান মালনীছড়া। উপমহাদেশের সবচেয়ে প্রাচীন চা বাগানও বলা হয় এটি। সেই চা বাগানেই এবার ঠিক চা শ্রমিকের বেশে দেখা মিলল বাংলাদেশ ও আয়ারল্যান্ডে নারী দলের দুই অধিনায়ককে।

চা শ্রমিকের বেশে হাতে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি! এমন দৃষ্টিনন্দন পরিবেশে ট্রফি উন্মোচন করে এখন প্রশংসায় ভাসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

যদিও চা-শ্রমিকদের জীবন ফুলে ফুলে সাজানো নয়। তাদের জীবনমান নির্মম গল্প সিলেটে কান পাতলেই শোনা যায়। তাদের জীবনের সেই গল্পটা এবার হয়তো কিছুটা কাছ থেকেই দেখলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস। চা শ্রমিকের বেশে হাজির হলেন শুধু ট্রফিই তুলে ধরলেন না, সঙ্গে চা পাতা তোলার কিছুটা অভিজ্ঞতাও নিলেন দু'জন!

১৮৫৪ সালে লর্ড হার্ডসন প্রতিষ্ঠিত সিলেটের ঐতিহ্যবাহী মালনীছড়া চা বাগানে আজ বুধবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন করেন দুই অধিনায়ক জ্যোতি ও লুইস। প্রথম দেখাতে তাদের চিনতেই ভুল হলো। ঠিক চা শ্রমিকদের মতোই সেজেছিলেন দুজন!

এই ট্রফির জন্যই ৩ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ও আইরিশ মেয়েরা। সিলেটের মাঠে সিরিজের প্রথম ম্যাচ আগামী ৫ ডিসেম্বর, দ্বিতীয় ম্যাচ ৭ ডিসেম্বর ও তৃতীয় ও শেষ ম্যাচ ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও খবর