চা শ্রমিকদের আন্দোলন যখন চলছে ঠিক তখন সিলেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ভিন্নধর্মী আয়োজনে ট্রফি উন্মোচন করলেন বাংলাদেশ ও আয়ারল্যান্ডের নারী ক্রিকেট দলের অধিনায়করা।
বুধবার (৪ ডিসেম্বর) সিলেটের মালনীছড়া চা বাগানে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড নারী দলের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও গ্যাবি লুইস।
আগামীকাল বৃহস্পতিবার চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এর আগের দিন চা বাগানে এমন দৃশ্য নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ট্রফি উন্মোচনের নারী ক্রিকেট দলের দুই অধিনায়ককে শ্রমিকের বেশ ধারণে হাস্যজ্বল দেখা যায়।
সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর), দ্বিতীয় ম্যাচ শনিবার (৭ ডিসেম্বর) ও তৃতীয় ম্যাচ সোমবার (৯ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এর আগে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হয় আয়ারল্যান্ড।