চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সমাবেশে দুই গ্রুপের হাতাহাতি ও চেয়ার ভাঙচুরসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে।
নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা পার্কে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে শিবগঞ্জ উপজেলা বিএনপির একাংশের আহ্বায়ক আশরাফুল হককে বক্তব্য দিতে না দেওয়াকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতাদের সামনে তার সমর্থকরা জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলামের সাথে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা চেয়ার ভাঙচুর করে সমাবেশ স্থলের বাইরে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সামরিক সচিব মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত।