বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমানের জানাজা শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বাদে জুমা চট্টগ্রামের জমিয়তুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে। এরপর বাদে আসর রাউজান উপজেলার গহিরা হাইস্কুল মাঠে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন নোমানের ব্যক্তিগত সহকারী নুরুল আজিম হিরু।
আব্দুল্লাহ আল নোমান ছিলেন চট্টগ্রামের রাজনীতির এক গুরুত্বপূর্ণ মুখ। তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলকে সংগঠিত করতে ভূমিকা রাখেন এবং স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ছিলেন। তিনি তিনবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিএনপি সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ এবং পরে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক জীবনের পাশাপাশি তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং স্বাধীনতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার মৃত্যুতে চট্টগ্রামের রাজনীতিতে এক শূন্যতা তৈরি হলো বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ভোর ৬টান দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আবদুল্লাহ আল নোমান।