অ‌তিশীঘ্রই নির‌পেক্ষ নির্বাচ‌নের রোডম্যাপ দিন: বুলু

, রাজনীতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2025-02-25 15:58:05

কুমিল্লা মহানগর বিএনপির প্রথম দ্বিবার্ষিক সম্মেলন চল‌ছে। বেলুন উড়ি‌য়ে সম্মেলনের উদ্বোধন ক‌রেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

বহুল প্রতীক্ষিত এ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বেধনী বক্ত‌ব্যে নির‌পেক্ষ নির্বাচ‌নের রোডম্যাপ দেয়ার দাবি জানান দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু । বরকত উল্লাহ বুলু ব‌লেন, নির্বা‌চিত সরকার ছাড়া দে‌শের মানু‌ষের ভা‌গ্যের উন্নত করা যায় না। অ‌তিশীঘ্রই জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ দেয়ার আহ্বান জানান তিনি।

এ দি‌কে দুপুর পৌ‌নে ৩টার দি‌কে সম্মেলনে ওলামা দ‌লের দ‌ক্ষিণ জেলার সাধারণ সম্পাদক হা‌ফেজ আবু নোমান কোরআন তেলাওয়াতের মধ্য দি‌য়ে কার্যক্রম শুরু হলে বিকাল ৪টার দিকে তারেক রহমান বক্তব্য রাখার কথা রয়েছে।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্ত‌ব‌্য রাখ‌বেন দলের ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব‌্য রাখ‌বেন দলের কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাক হাজী আমিন উর রশিদ ইয়াছিন ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া।

কুমিল্লা মহানগর বিএন‌পির স‌ম্মেল‌নে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক পদে ইউসুফ মোল্লা টিপু ও সাংগঠনিক সম্পাদক পদে রাজিউর রহমান রাজিব।

এ সম্পর্কিত আরও খবর