গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সীকাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের দেখতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন তিনি।
বুধবার (৮ জুন) এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, রাজনীতিবিদদের ওপর এমন ন্যাক্কারজনক হামলা মেনে নেওয়া যায় না। জোনায়েদ সাকির ওপর হামলায় প্রমাণ হয়েছে রাজনীতিতে দুর্বৃত্তায়ন চলছে। দুর্বৃত্তায়নের কাছে কখনোই রাজনীতি মাথা নত করতে পারে না। জাতীয় পার্টি সব সময় সন্ত্রাসমুক্ত রাজনীতির পক্ষে।
বিবৃতিতে আরও বলেন, তদন্ত সাপেক্ষে হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় সন্ত্রাসীরা পার পেলে দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে।