গাইবান্ধায় পুলিশসহ সর্বোচ্চ ১০৫ জনের করোনা শনাক্ত

, জাতীয়

স্টাফ করেসপন্ডন্ট, বার্তা২৪.কম গাইবান্ধা | 2023-08-28 16:27:23

গাইবান্ধা জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে পুলিশসহ আরও ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৯৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন।

শনিবার (৪ জুলাই) সকালে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন আক্রান্তদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪৩, সদরে ২৫, সুন্দরগঞ্জে ১০, সাদুল্লাপুরে ৩, সাঘাটায় ৭, পলাশবাড়ীতে ১০ ও ফুলছড়ি উপজেলায় ৭ জন।

জেলার মোট ৩৯৩ করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মধ্যে গোবিন্দগঞ্জে ১৭৩, সদরে ৬৯, পলাশবাড়ীতে ৪৫, সাদুল্লাপুরে ৩৬, সন্দুরগঞ্জে ২৮, সাঘাটায় ২৫ ও ফুলছড়ি উপজেলায় ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৭ জন, মৃত্যুবরণ করেছেন ৯ জন এবং চিকিৎসাধীন রোগী রয়েছে ২৪৭ জন।

গাইবান্ধা সিভিল সার্জন ডা. এবিএম আবু হানিফ বার্তা২৪.কমকে বলেন, নতুন করে ঢাকা, রংপুর ও বগুড়া পিসিআর ল্যাব থেকে ৫৮ জনের রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ১০৫  জনের পজিটিভ এসেছে।

গাইবান্ধা জেলা প্রশাসক মো. আবদুল মতিন বার্তা২৪.কমকে বলেন, করোনার বিস্তার মোকাবিলায় এরই মধ্যে গোবিন্দগঞ্জ, সদর, সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলার সংক্রমিত এলাকাগুলো লকডাউন করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর