সড়ক অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা, যান চলাচল শুরু

  • স্টাফ করেস্পন্ডেন্ট, বার্তা ২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ট্রাকচাপায় সহকর্মীর মৃত্যুতে ক্ষোভ জানাতে রাজধানীর বনানী চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করে রেখেছিলেন পোশাক শ্রমিকরা।

সোমবার (১০ মার্চ) সকাল থেকে শুরু হওয়া এই অবরোধ শেষ পর্যন্ত দুপুর দেড়টার দিকে তুলে নেন তারা।

বিজ্ঞাপন

সকাল থেকে চেয়ারম্যানবাড়ি সড়কটির উভয়পাশ অবরোধ থাকায় ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়, যার প্রভাব পড়ে আশেপাশের এলাকাগুলোতেও তীব্র যানজটে চরম ভোগান্তিতে পড়েছেন পুরো ঢাকার সাধারণ মানুষ।

দুপুরের দিকে ওই এলাকায় বাড়ানো হয় পুলিশ সদস্যের সংখ্যা। রাস্তার ওপর তারা সারিবদ্ধভাবে ব্যারিকেড তৈরি করে দাঁড়ান। একপর্যায়ে পুলিশ অবরোধকারীদের বোঝাতে সক্ষম হন। পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নিয়েছে পোশাক শ্রমিকরা। 

বিজ্ঞাপন

উল্লেখ্য, সোমবার ভোর ৬টার দিকে বনানীর চেয়ারম্যানবাড়ি ইউটার্ন ইনকামিংয়ে দুর্ঘটনায় এক নারী পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সহকর্মীর মৃত্যুর জেরে পোশাক শ্রমিকরা সকাল থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।