দেশীয় অস্ত্রসহ শাহিন বাহিনীর ৫ জলদস্যু আটক

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ভোলা |

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ কুখ্যাত শাহিন বাহিনীর ৫ জলদস্যু আটক।

বুধবার (১৯ মার্চ) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাত ১টায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে জেলেদের বোটে ডাকাতি করার সময় কুখ্যাত শাহিন বাহিনীর জলদস্যু মো. মামুন মোল্লা (৪২), আনোয়ার হাওলাদার (৪১), জুয়েল শেখ (২৬), পান্নু মোল্লা (৩২) ও নাজমুল হাওলাদারকে (৩৮) ৪টি দেশীয় অস্ত্র, ১০ গ্রাম গাঁজা এবং ৩টি বোটসহ আটক করা হয়।

আটক জলদস্যুরা সকলে বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের বাসিন্দা।

তিনি আরও বলেন, আটক জলদস্যু, জব্দ করা অস্ত্র, মাদক ও বোট পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর