ভোলার দৌলতখানে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় অকালে প্রাণ হারিয়েছে তাহিয়া নামে ৪ বছরের এক শিশু।
মঙ্গলবার(১৮ মার্চ) বিকাল সাড়ে ৩টায় চরখলিফা গ্রামের হেলিপ্যাড রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তাহিয়া চরখলিফা ৭ নং ওয়ার্ডের বাসিন্দা ইকরামের মেয়ে।
প্রত্যক্ষদর্শী ও শিশুর পরিবার জানায়, বিকালে বাড়ির সামনে রাস্তার পাশে দাঁড়িয়েছিল শিশুটি। এমন সময় দ্রুতগামী একটি অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটিকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয় ।
দৌলতখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান দুর্ঘটনায় শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।