ঢাকা থেকে মতলব উত্তরে বেড়াতে গিয়ে গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। ধর্ষক পলাতক থাকলেও ধর্ষণে সহযোগীতাকারী আবদুল মজিদকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার () এ বিষয়ে ভুক্তভোগী গৃহবধূ মতলব উত্তর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি উল্লেখ করেন, ঢাকা রায়েরবাগ থেকে মিঠুরকান্দি আত্মীয়ের বাসায় বেড়াতে যান। সোমবার রাত সাড়ে এগারটায় তিনি প্রকৃতির ডাকে সাড়া দিয়ে টয়লেটে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে ধর্ষণের শিকার হন।
ওইসময় মোঃ মামুন নামে একজনে ধর্ষণ করে আর অপরজন মোঃ আব্দুল মজিদ টুটুল নামে তিনি ধর্ষণের কাজে সহযোগিতা করেন বলে দাবী তার।
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ রবিউল হক বলেন, অভিযোগের ভিত্তিতে মোঃ আব্দুল মজিদ টুটুলকে গ্রেফতার করা হয়েছে। ধর্ষক মোঃ মামুন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।