পটুয়াখালীর কলাপাড়ায় ইভটিজিংয়ের অভিযোগে এক অটো চালকের মাথা ন্যাড়া করে দিয়েছেন বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৪ মার্চ) রাত সাড়ে আটটার দিকে পৌর শহরের এতিমখানা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয়দের দাবি, অভিযুক্ত রেজাউল গাজী (৪০), যিনি টিয়াখালী ইউনিয়নের বাসিন্দা, দীর্ঘদিন ধরে কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন সড়কে নারীদের উত্ত্যক্ত করতেন। স্কুলপড়ুয়া শিক্ষার্থীসহ পথচারী নারীদের প্রতি তিনি অশালীন অঙ্গভঙ্গি ও আপত্তিকর মন্তব্য করতেন। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তিনি বিরত হননি।
শুক্রবার সন্ধ্যায় একই ধরনের ঘটনা ঘটালে জনসাধারণ ক্ষুব্ধ হয়ে ওঠে। উপস্থিত লোকজন তাকে আটক করে মারধর করেন এবং মাথা ন্যাড়া করে দেন। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে। যদি কেউ অভিযোগ দায়ের করেন, তবে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।