বাংলাদেশের কারাগারে মৃত ভারতীয় নাগরিকের মরদেহ ফেরত

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম |

অসুস্থতাজনিত কারণে বাংলাদেশের কারাগারে মৃত ভারতীয় নাগরিক বিজলি কুমার রায়ের মরদেহ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর দিয়ে ফেরত দেওয়া হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বেলা ৩ টার দিকে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহ হস্তান্তর করা হয়। শিবগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজলি কুমার রায় ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুরের মৃত টুনা রায়ের ছেলে। গত ১৫ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ওসি গোলাম কিবরিয়া বলেন, যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্নের পর ওই ভারতীয় নাগরিকের মরদেহ হস্তান্তর করা হয় ভারতীয় কর্তৃপক্ষের কাছে।

রাজশাহী কারাগারের জেলার মো. আমান উল্লাহ বলেন, চাঁপাইনবাবগঞ্জ কারাগারে অসুস্থবোধ করলে ১৩ জানুয়ারি বিজলিকে রাজশাহী কারাগারে স্থানান্তর করা হয়। এরপর চিকিৎসার জন্য পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে। ১৫ জানুয়ারি সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০২১ সালের ২৬ জুন শরীয়তপুরে আটক হয়েছিলেন বিজলি কুমার রায়। ওই মামলায় রায় হওয়ার পর শরীয়তপুর থেকে তাকে চাঁপাইনবাবগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছিল।

এ সম্পর্কিত আরও খবর