সাতকানিয়ায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনি, নিহত ২

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চট্টগ্রাম | 2025-03-04 03:15:38

চট্টগ্রামের সাতকানিয়ায় মসজিদের মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে গণপিটুনিতে দুজনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করেছে।

সোমবার (৩ মার্চ) রাত দশটার দিকে উপজেলার কাঞ্চনা ছনখোলা এলাকায় এই ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত দশটার দিকে ছনখোলা এলাকায় অস্ত্রসহ কয়েকজন লোক আসে। স্থানীয়রা ডাকাত এসেছে বলে পাশে থাকা মসজিদের মাইকে ঘোষণা দেয়। এরপর অস্ত্রধারীদের দুজনকে এলাকাবাসী ‘ডাকাত সন্দেহে’ গণপিটুনি দিলে দুজন মারা যায়। এসময় গুলিবিদ্ধ হয়ে ৪-৫ জন আহত হয়। পরে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

দুজন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম বার্তা২৪.কম-কে বলেন, নিহত দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। তবে আহতরা ‍ওই এলাকার বাসিন্দা। ঘটনাস্থল থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

ওসি বলেন, আমরা উধ্বতন অফিসার সহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। মূলত কী হয়েছিল, সেটা খতিয়ে দেখছি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির (জেলা) দায়িত্বরত এসআই আলাউদ্দিন তালুকদার বলেন, আহত পাঁচজনকে প্রথমে এখানে আনা হয়েছিল। পরে তাদেরকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কিত আরও খবর