স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

  • স্টাফ করেসপন্ডেন্ট বার্তা ২৪.কম, সাভার (ঢাকা)
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নবগঠিত দলটির নেতাকর্মীরা। প্রতিষ্ঠার পর প্রথম এই কর্মসূচির মাধ্যমে এনসিপি তাদের রাজনৈতিক যাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে।

মঙ্গলবার (৪ মার্চ) সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন নেতারা।

বিজ্ঞাপন

এ সময় তারা, ’দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ’ক্ষমতা না জনতা, জনতা জনতা’সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা বীর শহীদদের স্মরণে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ১ মিনিট নিরবতা পালন করেন। পরে গনমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন।

রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের পর দলীয় প্রথম কর্মসূচি হিসেবে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন তারা।

বিজ্ঞাপন

এর আগে, সকাল ৭টা ৪৫ মিনিটে ২টি দ্বিতল বাসসহ কয়েকটি গাড়ি করে স্মৃতিসৌধে উপস্থিত হন নাগরিক পার্টির আহবায়ক কমিটির সদস্যরা। দ্বিতল বাস থেকে একে একে নামেন নাহিদ, হাসনাত, সারজিসসহ অন্যান্যরা। এসময় দলটির স্থানীয় সমর্থক, নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী কমিটির শতাধিক সদস্যরা তাদের ফুল দিয়ে বরন করে নেন।

আনুষ্ঠানিকতা শেষে সাড়ে ৮টায় স্মৃতিসৌধ প্রাঙ্গন ত্যাগ করেন। এরপর তারা ঢাকার রায়েরবাজারে ২৪ এর গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে রওনা হন।

একইদিন দুপুর ৩টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্যদিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি।