মোহাম্মদপুরের কুখ্যাত সন্ত্রাসী শয়ন সহযোগীসহ গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের কিশোর গ্যাংয়ের কুখ্যাত গডফাদার ও সন্ত্রাসী শিহাব হোসেন শয়ন ওরফে আরাফাতকে গ্রেফতার করেছে সেনাবাহিনী।

গ্রেফতার শয়নের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় দায়ের করা হত্যা, ধর্ষণ, চাঁদাবাজি এবং অপহরণ সহ দশটি ফৌজদারি মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত জুলাই-আগস্টে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনের অভিযোগে সম্প্রতি তার বিরুদ্ধে আরো দুটি মামলা দায়ের করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৪ মার্চ) সকালে ৪৬ পদাতিক ব্রিগেড এর ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়ানের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিহাব হোসেন শোয়ন ওরফে আরাফাত মিরপুরের শীর্ষ সন্ত্রাসী শাহাদাতের অন্যতম সহযোগী। ঢাকা দক্ষিণের ২৮ ও ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফোরকান এবং রাষ্ট্রনের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি ঢাকা থেকে শেরপুরে পালিয়ে যান। সম্প্রতি, তিনি আগারগাঁওয এলাকা শয়নের সন্ত্রাসী বাহিনীকে পুনর্গঠিত করতে ঢাকায় ফিরে আসেন।

বিজ্ঞাপন

৪. গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, মোহাম্মদপুর সেনাবাহিনীর দুইটি দল তার সম্ভাব্য গন্তব্যের পয়েন্টে দুটি চেকপয়েন্ট স্থাপন করে। ফলস্বরূপ, তাকে মোটরসাইকেল চালানোর সময় মানিক মিয়া এভিনিউতে তাকে গ্রেফতার করা হয়।

৫. পরিচয় নিশ্চিত হবার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে, তার দুই সহযোগী, রিদয় এবং সোহাগ কে আগারগাঁও এলাকা থেকে থেকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত এবং তার সহযোগীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য শের-ই-বাংলা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতার শয়নকে পরবর্তীতে আদাবর থানায় আনা হয়েছে।

এই সেনা কর্মকর্তা আরও জানিয়েছেন, জনমনে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেনাবাহিনী তাদের অভিযানে বদ্ধপরিকর থাকবে। পাশাপাশি সন্ত্রাসীদের খোঁজ পেলে সেনা ক্যাম্পে তথ্য দেয়ার অনুরোধ করেন নাম প্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা।