মাদারীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ৩ দোকান ভস্মীভূত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, মাদারীপুর | 2025-03-03 01:14:40

মাদারীপুরের শিবচরে একটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৩টি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন নেভাতে গিয়ে এক ব্যবসায়ী আহত হয়েছেন। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, রোববার (২ মার্চ) রাত আনুমানিক ৯টার দিক জেলার শিবচর উপজেলার শিরুয়াইল বাজারের রোকন ফকিরের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। নিমিষেই আগুনের লেলিহান শিখা চারপাশে ছড়িয়ে পড়ে।

আগুনে রোকন ফকিরের হোটেল পুড়ে প্রায় ৪ লাখ টাকা, মানিক দাসের সেলুন পুড়ে ৮০ হাজার টাকা ও ইলিয়াস খালাসীর মুরগীর দোকান পুড়ে প্রায় আড়াই লাখ টাকাসহ তিনটি দোকান পুড়ে ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন।

এসময় আগুন নেভাতে গিয়ে ব্যবসায়ী রোকন ফকিরের শরীরের বিভিন্ন অংশ আগুনে ঝলসে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। আগুন লাগার খবর পেয়ে শিবচর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শিবচর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার তপন ঘোষ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌছে দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুনে তিনটি দোকান পুড়ে কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে । হোটেল থেকে আগুনের সূত্রপাত বলে ধারনা করা হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর