পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের হাসপাতাল সড়কে অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২ মার্চ) দুপুরে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম কাওসার, তিনি বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা। অভিযোগ রয়েছে, তিনি অটোরিকশায় করে বিভিন্ন ফার্মেসি ও পথচারীদের কাছে অনুমোদিত-অননুমোদিত ওষুধ ফেরি করে বিক্রি করছিলেন। তার কাছে পাওয়া ওষুধগুলোর মধ্যে ঘরে তৈরি বিভিন্ন যৌন উত্তেজক ট্যাবলেট, সিরাপ, এন্টিবায়োটিক ও অন্যান্য রোগের ওষুধ ছিল, যা ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ।
খবর পেয়ে পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। তবে, আটক কাওসার অনুমোদনহীন ওষুধ কোথা থেকে সংগ্রহ করেছেন, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেননি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসিন সাদেক জানান, কাওসারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এছাড়া, জব্দকৃত অনুমোদনহীন ওষুধ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।